এক নজরে বাবুগঞ্জ উপজেলা
বাবুগঞ্জ উপজেলা ( বরিশাল জেলা) আয়তন: ১৬৪.৮৮ বর্গ কি: মি: । অবস্থান: ২২.৪৪ থেকে উত্তর অক্ষাংশ এবং ৯০.১৫ থেকে ৯০.২৩ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা:
উত্তরেগৌরনদী,দক্ষিনেবরিশালসদরওঝালকাঠি সদর উপজেলা, পূর্বেমুলাদি ও বরিশাল সদরউপজেলা, পশ্চিমে উজিরপুর উপজেলা।
জনসংখ্যা: ১,৪৬,৭৪০ জন, পুরুষঃ ৭৪০০৮, মহিলা: ৭২৭৩২, মুসলিম ১,৩৯,১০৪, হিন্দু ৭৩৫৭, বৌদ্ধ ২০১, খ্রিস্টান ৬২ এবং অন্যান্য ১৬।
জলাশয় প্রধান নদীঃ শিকারপুর, আড়িয়াল খা,সুগন্ধা, কালিজিরা, আগরপুল, বরিশাল। রাজারবর খাল উল্লেখযোগ্য।
প্রশাসন: বাবুগঞ্জ থানা গঠিত হয় ১৯০৬ সালে এবং থানাকে উপজেলায় রুপান্তর করা হয় ১৯৮৩ সালে।
উপজেলা |
||||||||
পৌরসভা |
ইউনিয়ন |
মৌজা |
গ্রাম |
জনসংখ্যা |
ঘনতব |
শিক্ষার হার (%) |
||
শহর |
গ্রাম |
শহর |
গ্রাম |
|||||
- |
৬ |
৮১ |
৯০ |
৯১৪৪ |
১৩৭৫৯৬ |
৮৯০ |
৬৩.৯ |
৬০.৯ |
উপজেলা শহর |
||||||||
আয়তন (বর্গ কি: মি:) |
মৌজা |
লোকসংখ্যা |
ঘনতব (প্রতি বর্গ কি:মি:) |
শিক্ষার হার (%) |
||||
৭.৩০ |
৫ |
৯১৪৪ |
১২৫৩ |
৬৩.৮৭ |
||||
ইউনিয়ন |
||||||||
ইউনিয়নের নাম ও জিও কোড |
আয়তন |
লোকসংখ্যা |
শিক্ষার হার (%) |
|||||
পুরম্নষ |
মহিলা |
|||||||
আগরপুর ১৩ |
৭৫৭৮ |
১২৪১৭ |
১২৬৯৪ |
৫৮.৫০ |
||||
কেদারপুর ৫৪ |
৭১১৭ |
১০৪০২ |
১০৩৩২ |
৫৫.৭০ |
||||
চাঁদপাশা ২৭ |
৬৯৮৪ |
১৪০৬১ |
১৩৭৩৪ |
৬১.৪৩ |
||||
দেহেরগতি ৪০ |
৬৫১৫ |
১০৪৬৯ |
১১০৭১ |
৬৩.৩৩ |
||||
মাধবপাশা ৬৭ |
৬৭৭৭ |
১৩৯৭৮ |
১৩২৬৬ |
৬৫.৪৫ |
||||
রহমতপুর ৮১ |
৫৭৭১ |
১২৬৮১ |
১১৬৩৫ |
৬১.১৫ |
প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ রামমোহনের সমাধি মন্দির (মাধবপাশা) দুর্গাসাগর দীঘিমুক্তিযুদ্ধের ঘঘটনাবলী মুক্তিযুদ্ধের সময় পাকসেনারা কারিকর নগর গ্রাম পুড়িয়ে দেয় এবং ১০ জন লোককে হত্য করা হয়।
ধর্মীয় প্রতিষ্ঠানঃ মসজিদ ৩৮০, মন্দির ৯, গির্জা ২ , উল্লেখযোগ্য ধর্মীয় পতিষ্ঠানঃ বাবুগঞ্জ জামে মসজিদ, খানপুরা জামে মসজিদ, আগরপুর জামে মসজিদ, রহমতপুর বাজার জামে মসজিদ শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৬১.১%, পুরুষ ৬২.৭%, মহিলা ৫৯.৫%, উল্লেখ্যযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( বাবুগঞ্জ ক্যাম্পাস) বাবুগঞ্জ কলেজ (১৯৬৬), আবুল কালাম কলেজ ( ১৯৭০), আগরপুর কলেজ (১৯৯৫) খানপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়। , রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় (১৮৯৮), মাধবপাশা মাধ্যমিক বিদ্যালয়, শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয়।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন ঘোড়া ও গরম্নরগাড়ি।
শিল্প ওকলখানা অয়ের মিল ২, ফ্লাওয়ারশিল ২০, রাইমিল ৬২, আইস ফ্যাষ্টরি ১৮, ওয়েল্ডিং কারখানা ১৫।
কুটিরশিল্প লৌহশিল্প ১৭৫ দারুশিল্প ৪০০, বাঁশের ২১০।
হাটবা্জার ও মেলা বাবুগঞ্জ মেলা, মীরগঞ্জমেলা, ক্লাবগঞ্জমেলা, খারপুরা মেলা, রহমতপুর মেলা, আগরপুর মেলা দুর্গাসাগর মেলা এবং মোহনগঞ্জ বাজার উল্লেখযোগ্য।
প্রধান রপ্তানিদ্রব্য ধান, নারিকেল, সুপারি, শাকসবজি।
বিদ্যুৎ ব্যবহার এ উপজেলা সবক’ টি ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসুচির আওতাধীন । তবে ৩৯.৫৮% (শহরে৫৬.৫৮% ও গ্রামে ৩৮.৪২%)পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
পানীয়জলেউেৎস নলকুপ ৯২.৩৪%, পুকুর ৩.৯৫%, ট্যাপ ১.৩৯%, এবং আন্যান্য ২.৩২। এ উপজেলা অগভীর নলকুপের পানিতে আর্সেনিকের উপস্তিতি প্রমানিত হয়েছে।
স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ৬৮.১৯%, (শহরে ৭৭.৫৫%এবং গ্রামে ৬৭.৫৫%) পরিবারে স্বস্থ্যকর এবং ২৮.৫৮% পরিবার অস্বস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ৩.২৩% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।
স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স১, পরিবার পরিক&&পনা কেন্দ্র ৪, উপস্বাস্থ্য কেন্দ্র৪।
প্রাকৃতিক দুযোগ ১৭৬২ সালের ঝড় ও ভুমিকস্পে বাবুগঞ্জ উপজেলা অনেক স্থলভাগ ধসে বিলে রুপান্তরিত (বাংলা ১১৭৬) সালের ঝড় এবং ১৮২২, ১৮২৫, ১৮৩২, ও ১৮৫৫ সালেন ঘৃণিঝড়ে এই উপজেলার বহু লোক নিহত হয়। ১৭৮৭ সালের প্লাবনে এ আঞ্চলের ফসল নষ্ট হয়ে ভয়াবহ দুভিক্ষ সৃষ্টি হয়। তাছাড়া ১৯৬০ সালের ঝড় এবং ১৯৭০ সালের ১১ ও১২ নভেম্বর ও জলোচ্ছাসে এ উপজেলা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়
এনজিও কেয়ার , ব্র্যাক কারিতাস, প্রশিকা।
তথ্যসৃত্রঃ আদমশুমারি রিপোর্ট ২০০১ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুর্যো বাবুগঞ্জ উপজেলা সাংস্কৃতিক সমীক্ষ প্রতিবেদন ২০০৭।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ২৩,ক্লাব ২৭।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৫০.৫৮%,অকৃষি শ্রমিক ৩.৫৮%,শিল ১.১১%,ব্যবসা ১৩.৫৪%,পরিবহন ও যোগাযোগ ২.৮১%,চাকুরি ১৫.৯২%,নির্মান ১.৭৮%,ধমীয় সেবা ০.২৯%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৪.০১% ত্রবং অন্যান্য ৬.৩৮%।
কৃষি ভূমির মালিকানা ভুমিমালিক ৭৭.৯৯%,ভুমিহিন ২২.১%। শহরে ৬৪.৯৪% ত্রবং গ্রামে ৭৮.৮৮% পরিবারের কৃষি রয়েছে।
প্রধান কৃষি ফসল ধান,আখ, ডাল, পান ও সাকসবজি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি কাউন, পাট ।
প্রধান ফল‑ফলাদি আম, জাম, কাঁঠাল, কাল, নারিকেল,সুপারি ,পেঁপে।
মৎস্য, গবাদিপশু ও হাস-মুরগির খামার মৎস্য ৬৩০, হাস-মুরগি ১৩৬।
যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ২৫ কি:মি:,আধা- পাকারাস্তা ৬০ কি:মি:,নৌপথ ২৭ নটিক্যাল মাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস